প্রধানমন্ত্রী অজৈবিক! ফের মোদীকে নিশানা কংগ্রেস নেতার-শোরগোল দেশে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Modi

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তিন কৃষি আইন নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "ওঁরা ৪০০ পার এবং নির্বাচনের সময় সংবিধান বদলের কথা বলেছিল। আমাদের অজৈবিক প্রধানমন্ত্রী চুপ করে থাকেন এবং অন্যদের বিবৃতি দিতে বাধ্য করেন।তিন কালা আইন ফিরিয়ে আনার দাবি প্রতিদিনই বিজেপির তরফে আসছে। প্রধানমন্ত্রী এবং 'স্বঘোষিত' চাণক্য আর্থ-সামাজিক জাতিগত জনগণনা নিয়ে নীরবতা ভাঙেননি। তারা রিজার্ভেশনের ৫০ শতাংশের সীমা তুলে দেবে কিনা সে প্রশ্নের উত্তর দিচ্ছে না। হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এগুলি বড় ইস্যু হতে চলেছে। ২০২৪ সালের ৪ জুন ভারতীয় রাজনীতির জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের পরে আপনারা আরও পরিবর্তন দেখতে পাবেন।"

km