নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ বলেছেন, তৃণমূল সাংসদদের উপরাষ্ট্রপতিকে নিয়ে তামাশা কখনই কাম্য নয়। সমগ্র দেশকে লজ্জায় ফেলেছে। সংসদ নাটকের জায়গা নয়। আপনারা বিরোধী হতেই পারেন। কিন্তু উপরাষ্ট্রপতিকে কোনওভাবেই অপমাণ করা যায় না। উপরাষ্ট্রপতিকে নিয়ে ঠাট্টা গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।"
তিনি আরও বলেন, '...সংসদ হল ভারতের গণতন্ত্রের মন্দির। এটি আলোচনার জায়গা। এখানে কোনো গুণ্ডামি করা উচিত নয়। সেখানে গুন্ডামি ও নৈরাজ্য সৃষ্টি করলে ক্ষতি হয় দেশের।'