বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিৎ! এবার ক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতা

কংগ্রেস সাংসদ মাসুদ আজহার বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে দেওয়া উচিৎ কেন্দ্র সরকারের।

author-image
Tamalika Chakraborty
New Update
congress mp masood azhaar

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেছেন, "বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হচ্ছে। ভারত সরকারের উচিত এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলা। ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে তার ব্যবসা-বাণিজ্য সীমিত করা। আগামীকাল আমি একটি সিদ্ধান্তের কথা প্রকাশ করবো। এই বিষয়ে সংসদে নোটিশ (বাংলাদেশের পরিস্থিতি নিয়ে) দেব। আমরা যে কোনো ধরনের নৃশংসতার বিরুদ্ধে।" সম্বলের সহিংসতার বিষয়ে তিনি বলেন, "আগামীকাল আমরা সেখানে যাওয়ার পরিকল্পনা করেছি। এটা খুবই মর্মান্তিক ঘটনা, আমাদের উচিত জনগণের প্রাণের মূল্যায়ন করা।" হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। বার বার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে  ভারতের পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।