নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহু কে কেন্দ্র করে দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বাড়িঘর ও ঘাঁটি থেকে প্রচুর সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। সাংসদের বাড়ি থেকে এখনও অবধি প্রায় ৩০০ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন দলেরই এক নেতা। এই বিষয়ে ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা বান্না গুপ্তা (Banna Gupta) বলেন, ‘ধীরাজ সাহু ও তাঁর বাবা পারিবারি মানুষ। তিনি একটি বড় ব্যবসায়ী এবং বড় পরিবারের সদস্য। তারা শত শত বছর ধরে বড় ব্যবসা করে আসছে। আয়কর বিভাগের স্পষ্ট করা উচিত যে এই অর্থ টি কোন প্রেক্ষাপটে। এটা যে ঘুষের টাকা তা নয়। তাঁর ব্যক্তিগত ব্যবসা আছে, দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এ ব্যাপারে আমরা কী করব?’