নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস সাংসদ পি চিদাম্বরম বলেন, "চীনের জিডিপি ভারতের জিডিপির থেকে পাঁচ গুন বেশি। জিডির বৃদ্ধির সঙ্গে দেশের মানুষের গড় আয়ের যোগ নেই। আপনারা মাথাপিছু আয়ের কথা বলুন। জিডিপি যদি এত বেশি হারে বাড়ছে, তাহলে মাথাপিছু আয় কেন সেই হারে বাড়ছে না? যদি জিডিপি ৭ শতাংশ হারে বাড়ছে, তাহলে মাথাপিছু আয় কেন মাত্র ২ বা ৩% বৃদ্ধি পাচ্ছে? অনুগ্রহ করে অর্থমন্ত্রীকে প্রশ্ন করুন, যদি মোট জিডিপি ৭% হারে বাড়ছে, তাহলে মাথাপিছু আয় কেনএকই হারে বাড়ছে না?"