মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য বরাদ্দ জমি নিয়ে বিজেপির রাজনীতির দেশ দেখছে... এবার বিস্ফোরক কংগ্রেস

কংগ্রেস নেতা পবন খেরা বলেন, মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য বরাদ্দ জমি নিয়ে বিজেপির রাজনীতির দেশ দেখছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Pawan-Khera-3

নিজস্ব সংবাদদাতা:  প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের  একটি স্মৃতিসৌধের জন্য জায়গা বরাদ্দের ইস্যুতে  কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "এই ইস্যুতে মন্তব্য করার এটি সঠিক সময় নয়। শুধু কংগ্রেস নয়, পুরো দেশ কী ঘটছে তা দেখছে।  বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এতে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।"

former pm