নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন, " ১০ বছরে অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লিতে কোনও নতুন বিশ্ববিদ্যালয় করেনি। ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা প্রতিটি নির্বাচনী এলাকায় একটি নতুন কলেজ তৈরি করবে, কিন্তু তারা একটা কলেজও বানাতে পারল না, ৭০ জনের কথাই ছেড়ে দিলাম। AAP হোক বা BJP, উভয়েই উচ্চশিক্ষায় দিল্লির জন্য কিছু করেনি।"