সিএএ-র বিরোধিতা, সুপ্রিমকোর্টের দ্বারস্থ কংগ্রেস, জানালেন এই নেতা

দেশে সিএএ আইন কার্যকর হওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই বিষয় নিয়ে কড়া বিরোধিতা করবে কংগ্রেস। জানালেন কংগ্রেস নেতা ভিডি সতীসান।

author-image
Probha Rani Das
New Update
aqwqaw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা তথা কেরলের লোকসভার ভিডি সতীসান বলেন, "কংগ্রেস সিএএ-র বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। এটি একটি সাংবিধানিক লঙ্ঘন এবং ভারতীয় সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদে কোনও ব্যক্তিকে নাগরিকত্ব প্রদানের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

aaqqwq.jpg

তিনি আরও বলেছেন, “কিন্তু এখন ধর্মের ভিত্তিতে মোদী সরকার নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে। এটা ভারতের ধারণার বিরোধী। যা সাংবিধানিক মূলনীতির পরিপন্থী। ধর্মের ভিত্তিতে কেউ নাগরিকত্ব ঠিক করতে পারে না। সুতরাং আমরা সেগুলির বিরোধিতা করব তখন কোনও রাজ্য বলতে পারে না যে এটি আমাদের রাজ্যে কার্যকর হবে না কারণ এটি একটি কেন্দ্রীয় বিচ্ছিন্নতা।

aaqadf.jpg

তিনি বলেন, “এই আইনটি সংসদে পাস হয় এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাই এই আইনের বিরোধিতা করতে হবে। সংসদে পাশ হওয়া আইনের বিরোধিতা করতে হবে। দ্বিতীয় বিকল্প হল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। আমরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট থেকে আমরা ন্যায়বিচার পাব।” 

Add 1

cityaddnew

স