এটা একটা নারী বিরোধী সরকার! কেন বললেন কংগ্রেস নেত্রী

মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের পর কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, এরা মহুয়া মৈত্রকে নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে, যে তাঁকে বহিষ্কার করল। এই সরকার আসলে একটা নারী বিরোধী সরকার।

author-image
Tamalika Chakraborty
New Update
edit aloka lamba.jpg

নিজস্ব সংবাদদাতা:  মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের প্রসঙ্গে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা বলেন, "মহুয়া মৈত্রকে অভিযুক্ত করা হয়েছিল, এবং তাকে হাউসে কথা বলার সুযোগও দেওয়া হয়নি। এটা স্পষ্ট যে এটি একটি নারী-বিরোধী সরকার। লোক দেখানো মহিলা সংরক্ষণ বিল চালু করেছে এই সরকার। কিন্তু মহুয়া মৈত্রকে  নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করল।”