'সনাতন ধর্ম'-এর অপমান ফ্যাশনে পরিণত হয়েছে, দাবি কংগ্রেস নেতার

আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সনাতন ধর্ম। এবার কংগ্রেস নেতার মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গেল।

author-image
SWETA MITRA
New Update
cong4.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার আলোচনায় উঠে এল সনাতন ধর্ম (Sanatan Dharma)। হরিদ্বারের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এই সনাতন ধর্ম নিয়ে বিশেষ কথা বলেছেন। তাঁর দাবি, 'সনাতন ধর্মের অপব্যবহার ধর্মনিরপেক্ষতা নয়। সনাতন ধর্মের অপব্যবহার দেশের বহু মানুষকে আঘাত করছে। সনাতন ছাড়া ভারত কল্পনাও করা যায় না। 'সনাতন ধর্ম'-এর অপমান এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কখনও কোনও এসপি নেতা এটির অপব্যবহার করেন, অন্য সময় ডিএমকে নেতা এটিকে গালি দেন। তারা সবাই সংবিধানের শপথ নিয়েছেন। তাই আমি মনে করি, সংবিধানের শপথ নেওয়ার পর যদি কোনও নেতা সনাতন ধর্মের অপমান করেন, তাহলে তাঁদের বরখাস্ত করা উচিৎ।‘