'ভারত জোড়া ন্যায় যাত্রা'-এর ‘মুহুরাত’ শুভ নয়, অকপট কংগ্রেস নেতা

কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম।

author-image
Probha Rani Das
New Update
acharyapromodd.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' প্রসঙ্গে কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম বলেছেন, “যে দলের নেতারা রাম মন্দিরের 'মুহুরাত' নিয়ে প্রশ্ন ও বিশ্লেষণ করছিলেন, তাদের অন্তত জানা উচিত ছিল যে 'শাস্ত্র' অনুসারে 'পঞ্চক' আছে। এটি শুরু হয়ে গিয়েছে এবং এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। 'পঞ্চক'-এর এই পাঁচ দিনে কোনও ভাল কাজ শুরু হয় না। কিন্তু এই সময়ে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি এই যাত্রা এবং রাহুল গান্ধীকে তাঁর আশীর্বাদ দান করুক।”