নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি দিল্লির এলজি ভি কে সাক্সেনার কাছে ধর্মীয় স্থাপনা ভাঙার নির্দেশে চিঠি লেখার বিষয়ে, কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেছেন, "আমি জানতে চাই অতীশিকে কে বলেছে যে তিনি দিল্লিতে গুজব ছড়াচ্ছেন৷ যদি কেউ বলে থাকেন, তাহলে তার নাম নিয়ে সাংবাদিক সম্মেলন করা উচিত যারা দিল্লিতে এই গুজব ছড়াচ্ছেন। আজ দিল্লির এজেন্ডা হল দূষণ, অনুন্নয়ন... যমুনা পরিষ্কার করা কারণ সে এই কাজগুলি করেনি...তিনি ল বিষয় নিয়ে কথা বলতে চান না, তাই তিনি এভাবে কথা বলছেন"।