কংগ্রেসের হুইপ জারি, জানা গেল আসল কারণ

বিজেপির রাজ্যসভার প্রার্থীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Congressflag.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের জারি করা হুইপ নিয়ে বিজেপির রাজ্যসভার প্রার্থীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। সেখানে তারা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। এদিন এই বিষয়ে হিমাচল প্রদেশের মন্ত্রী হর্ষ বর্ধন চৌহান বলেন, “জয়রাম ঠাকুর যা বলছেন তার সাথে আমাদের কিছু করার নেই। এটি বিজেপির হতাশার কারণ। কেননা বিধায়কের সংখ্যা অনুকূলে নয়। ৪০ জন বিধায়ক কংগ্রেসের এবং ৩ জন স্বতন্ত্র। বিজেপির মাত্র ২৫ জন বিধায়ক রয়েছে। জয়ের সংখ্যা না থাকলেও, বিজেপি তাদের প্রার্থী দিচ্ছে, যার মানে তারা হর্ষ ট্রেডিং-এর পরিকল্পনা করছে”।

 

Add 1

স্ব

স