নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা কংগ্রেস সভাপতি উদাই ভান বলেছেন, "তারা (নির্বাচন কমিশন) আমাদের কথা শুনেছে, কিন্তু কোনও জোরালো আশ্বাস দেয়নি। তারা বলেছে যে তারা ভেবে দেখবে এবং তথ্য পরীক্ষা করবে। যদি কিছু ঘটে, তাহলে আমরা সম্ভাব্য ব্যবস্থা নেব, তা আইনি হোক বা রাজনৈতিক।"