ইন্ডিয়া জোটে ফের ভাঙন, প্রার্থী ঘোষণা তৃণমূলের, ক্ষুব্ধ কংগ্রেস

রবিবার তৃণমূল কংগ্রেস বাংলায় ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল তৃণমূলের।

author-image
Tamalika Chakraborty
New Update
jairam thgk.jpg

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল বাংলায় ৪২টি লোকসভা আসনেই প্রার্থী ঘোষণা করেছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে সব সময় সম্মানের সঙ্গে আসন ভাগাভাগি করতে চেয়েছে। এর অর্থ পারস্পরিক আলোচনার মাধ্যমে, কিছু সমঝোতার মাধ্যমে আসন ভাগাভাগি চেয়েছিল। আমরা সবসময় বলেছি যে আলোচনা এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনার জন্য আমাদের দরজা খোলা আছে।

jairam mrameshh.jpg

এভাবে একতরফা ঘোষণা করা উচিত নয়।  তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতোই সম্মিলিতভাবে করা আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল। আমি জানি না তৃণমূলের ওপর কী চাপ ছিল। তবে আমরা  উদ্বিগ্ন। আমরা পশ্চিমবঙ্গে ভারত জোটকে শক্তিশালী করতে চাই। তাই দেখা যাক কি ঘটেছে।"

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg