সমাজ সেবায় মাইলফলক স্থাপন কংগ্রেসের!

নির্বাচন সামনেই। তার আগেই বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সমাজ সেবায় মাইলফলক স্থাপন! নির্বাচনমুখী রাজস্থানে ঝুনঝুনুর এক অনুষ্ঠানে কাজের খতিয়ান তুলে ধরে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, "সমাজ পরিষেবায়, আমরা মাইলফলক স্থাপন করেছি, ভারতে কোথাও ২৫ লক্ষ টাকার বীমা নেই। রাজস্থানে ১ কোটি মানুষ পেনশন পান, যার মধ্যে বিধবা, বয়স্ক মানুষ এবং অন্যান্যরা রয়েছে৷ এগুলো সামাজিক নিরাপত্তা, সরকারের অনুগ্রহ নয়। রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা ছিল চারটি বিষয়ে: মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সমাজে সম্প্রীতি এবং ধনী-গরিবের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান। আমি বলতে গর্ববোধ করি যে আমার সরকারের বাজেট এই চারটি বিষয়ে এসেছে।"