কংগ্রেস বিগত ৬০ বছরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাত্র

কংগ্রেস বিভ্রান্তি সৃষ্টি করেছে।

author-image
Adrita
New Update
দক্স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য বলেছেন, " কংগ্রেস এবং তাদের 'ঠগবন্ধনের' কোনও ইস্যু নেই, কোনও অ্যাজেন্ডা নেই। তারা গত ৬০ বছরে যা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাত্র। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংরক্ষণে কোনও হস্তক্ষেপ করা হবে না। দেশ যদি এক হয়, সংবিধান এক, আইনও এক হওয়া উচিত। কিছু 'বিশেষ মানুষের' উপকারের জন্য কিছু প্রকল্প করা হয়েছে এবং সেগুলি পরিবর্তন করা উচিত। " 

Congress Candidate List: ৮ আসনে বাংলায় প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের,  অধীর থাকলেও নেই ডালু - Bengali News | Congress has announced the list of  candidates in West Bengal for 8 seats | TV9 ...

Add 1