ধর্ম নিয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস

'ধর্ম শুধু ব্যক্তি নয়, সমগ্র দেশের বিষয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram temple new.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ হেমা মালিনী বলেছিলেন, ‘রাম মন্দির নিয়ে রাজনীতি করা অনুচিত’। তাঁর এই বিবৃতির পালটা জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা এবং ছত্তিশগড়ের প্রাক্তন ডেপুটি সিএম টিএস সিংদেও এদিন বলেন, “শুধু এই দুটি বা তিনটি মন্দির কেন? হাজার হাজার মন্দির তৈরি করা উচিত এবং তৈরি হচ্ছে। আমিও প্রায় ২০০ টি মন্দিরের নির্মাণে অবদান রেখেছি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিজেপি, আরএসএস এবং ভিএইচপির সহায়তায় ২ বা ৩টি মন্দির নির্মাণের কথা প্রচার করছে। তারা ধর্মকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছে। এটাতেই কংগ্রেসের আপত্তি। ধর্ম শুধু ব্যক্তি নয়, সমগ্র দেশের বিষয়। কিন্তু বিজেপি ধর্ম মেনে চলে ব্যক্তিভিত্তিক”।

 

hiren