নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের চিত্রদুর্গে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বলেন, "তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং ওবিসি নিয়ে আমার ভাই (রাহুল গাঁধী) সর্বত্র বলছে, কে কোন বর্ণের এবং তাদের জনসংখ্যা কত এবং কে কত উপার্জন করছে তা পুরো দেশে গণনা করা হবে এবং তারপরে এর অধীনে নতুন নীতি তৈরি করা হবে। সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বাড়ানো হবে এবং এসসি, এসটি উপ-পরিকল্পনা কার্যকর করা হবে। তফসিলি জাতি, উপজাতিদের জন্য বিশেষ বাজেট দেওয়া হবে এবং কাদুগোল্লা সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়া হবে।"