Karnataka CM Race: 'ভাল সিদ্ধান্ত আসবে, অপেক্ষা করুন'

ডিকে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া? কর্ণাটকে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আজও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠকের পরেও ঠিক করা গেল না কর্ণাটকের কুর্সি কাকে দেওয়া হবে।

author-image
Aniruddha Chakraborty
New Update
vnvcx

নিজস্ব সংবাদদাতাঃ ডিকে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া? কর্ণাটকে মুখ্যমন্ত্রী  কে হবেন তা নিয়ে আজও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠকের পরেও ঠিক করা গেল না কর্ণাটকের কুর্সি কাকে দেওয়া হবে। সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা ঘোষণা করা হবে বেঙ্গালুরুতে। আজকের বৈঠকে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।

দিল্লিতে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে রওনা হওয়ার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, "সিদ্ধান্ত আসবে, অপেক্ষা করুন। ভালো সিদ্ধান্ত আসবে। যত তাড়াতাড়ি সম্ভব এটি আসবে।"