নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের ইস্তেহার নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিজেপি। বিভিন্ন ভাবে সেই ইস্তেহারের অপমান করছে বিজেপি নেতৃত্ব। এদিন সেই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, “আমাদের গ্যারান্টি এবং ইস্তেহারের সমালোচনা করার পর্যাপ্ত কারণ নেই বিরোধীদের কাছে। যখনই আমরা জনগণের সমস্যা নিয়ে কথা বলি, প্রধানমন্ত্রী মেরুকরণের মাধ্যমে সরানোর চেষ্টা করেন সেটি। কিন্তু সবসময় তা হবে না”।
একই সাথে রাহুল গান্ধী আমেঠি বা রায়বরেলির কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা জানতে চাওয়া হলে, তিনি জানান, "দল যথাসময়ে সিদ্ধান্ত নেবে”। অর্থাৎ, কি ভাবছে হাত শিবির, তা এখনও ধোঁয়াশাতেই রয়েছে।