"কংগ্রেসের নোংরা চেহারা উন্মোচিত"

কংগ্রেসকে নিয়ে কি বলা হল?

author-image
Aniket
New Update
rahul gandhi mallikarjun kharge

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসকে নিশানা করে এবার বড় দাবি করলেন বিজেপি সাংসদ সৈয়দ জাফর ইসলাম। তিনি দাবি করেছেন, কংগ্রেসের নোংরা চেহারা উন্মোচিত হচ্ছে।

তিনি বলেছেন, "গত ৬০ বছর ধরে কংগ্রেস একটাই রাজনীতি করছে- পিছিয়ে পড়াদের রাজনীতি। কিন্তু তাদের আসল কৌশল হচ্ছে পিছিয়ে পড়াদের পেছনে ফেলে যাওয়া। আবারো উন্মোচিত হল তাদের নোংরা চেহারা। কর্ণাটক মহর্ষি বাল্মীকি তফসিলি ট্রাইব কর্পোরেশন কেলেঙ্কারি আজ উন্মোচিত হয়েছে। কংগ্রেস পার্টি সেই কর্পোরেশন থেকে ১৮৭ কোটি রুপি নিজেদের লোকদের মধ্যে বিতরণ করেছে। ১৮৭ কোটি টাকা অবৈধভাবে, অননুমোদিত উপায়ে, বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি শুধু কর্ণাটকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আমরা এই বিষয়টি সারা দেশে তুলে ধরব এবং কংগ্রেসকে ফাঁস করব।"

Adddd