কার বি টিম হিসেবে কাজ করছে আসাউদ্দিন ওয়াইসি! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কার বি টিম হিসেবে কাজ করছে আসাউদ্দিন ওয়াইসি, সামনে এল বিস্ফোরক তথ্য।

author-image
Tamalika Chakraborty
New Update
supriya srinate

নিজস্ব সংবাদদাতা: এআইএমআইএমের প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হুসেনকে দিল্লি নির্বাচনের জন্য প্রার্থী করার  প্রসঙ্গে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমরা এটিকে সমর্থন করি না। আসাউদ্দিন ওয়াইসি প্রার্থীদের যেখানেই প্রার্থী করেছেন সেখানে ব্যবধানে জয় এসেছে।   আপনারা শীঘ্রই জানতে পারবেন আসাউদ্দিন ওয়াইসির দল কার বি টিম হিসেবে কাজ করছে।"

 

ASAUDDIN.JPG