নিজস্ব সংবাদদাতাঃ ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারি নিয়ে ফের প্রকাশ্য এসেছে কিছু তথ্য। সূত্রের খবর, প্রায় ২০টি নতুন সংস্থা ১০৩ কোটি টাকার ইলেক্টোরাল বন্ড কিনেছে। এছাড়াও জানা গিয়েছে এই সমস্ত নতুন সংস্থার বয়স ৩ বছরেরও কম। যদিও নিয়ম হল ৩ বছরের কম বয়সী সংস্থাগুলি দলগুলিকে অনুদান দিতে পারে না।
কংগ্রেস দল তাদের 'এক্স' বার্তায় লিখেছে যে, '' ইলেক্টোরাল বন্ড কেলেঙ্কারি বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি যা প্রধানমন্ত্রী মোদীর তত্ত্বাবধানে করা হয়েছিল। ইলেক্টোরাল বন্ডের নামে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের সহযোগিতায় ' রিকভারি র্যাকেট ' চালাচ্ছিলেন মোদী। এই মেগা কেলেঙ্কারির তদন্ত হওয়া উচিত। ''