নয়াদিল্লি বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত আপকে নিশানা করলেন

আপকে নিশানা করেছেন সন্দীপ দীক্ষিত।

author-image
Aniket
New Update
breakinganm12

 

 

নিজস্ব প্রতিনিধি: AAP-এর নির্বাচনী প্রচারের পোস্টারের বিষয়ে নয়াদিল্লি বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "তার (অরবিন্দ কেজরিওয়াল) কোনো প্রমাণ ছাড়াই বিবৃতি দেওয়ার এবং সস্তা কৌশলের দিকে ঝুঁকে পড়ার অভ্যাস রয়েছে। আজ সকালে পোস্টার দেখলাম। আমি আশা করি কংগ্রেস দল এটিকে বিবেচনা করবে এবং আমরা এটির জন্য নির্বাচন কমিশনের কাছেও যাব। আমি কেজরিওয়ালের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করারও খোঁজ করছি। আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি। তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না কারণ ৩ বছরের বেশি কারাগারে গেলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তার কোনো রাজনৈতিক ঘটনাপঞ্জি নেই। তার পুরো খেলা নিজেকে বাঁচানোর। অরবিন্দ কেজরিওয়াল ছাড়া AAP-এর অন্য সকল সদস্য তাঁর সেবক।"