নিজস্ব সংবাদদাতা: তাঁর ওপর হামলার ঘটনার প্রসঙ্গে রিথালা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত মিশ্র বলেছেন, " আমরা (কংগ্রেস) অনুমতি নিয়ে একটি পদযাত্রা করছিলাম। হঠাৎ নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে এসেছিলেন যারা তখন নিজেদের পরিচয় দেননি। তাদের পরিচয় গোপন করে তারা আমাদের মিছিল থামানোর চেষ্টা করেছিলেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি নিয়ে অভিযোগ করেছি এবং নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছে।"