দিল্লিতে শুরু বিধানসভা নির্বাচন, ভোট দিলেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা

কালকাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা মাদিপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি আসন থেকে আপের প্রার্থী।

author-image
Jaita Chowdhury
New Update
Alka Lamba

fফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্রহর গোনা শেষ। শুরু দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট। লড়াইয়ে রয়েছেন ৬৯৯ জন প্রার্থী।

ইতিমধ্যেই কালকাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা মাদিপুরের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি আসন থেকে আপের প্রার্থী, বিজেপি এই আসন থেকে তাদের প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীকে প্রার্থী করেছে।