নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছে কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, “গতকাল নীতিশ কুমারের বিশ্বাসঘাতকতার পর বিহারের কিষাণগঞ্জের মানুষ রাহুল গান্ধী এবং যাত্রাকে দুর্দান্ত স্বাগত জানিয়েছে। আমরা মমতাজি এবং নীতিশজিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি 'গিরগিট' হয়ে গেলেন।”
আসামের মুখ্যমন্ত্রী এইচ বি শর্মার 'রাহুল গান্ধী বিজেপির সবচেয়ে বড় তারকা প্রচারক' মন্তব্য প্রসঙ্গে জয়রাম রমেশ বলেছেন, “আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই যাত্রার জন্য প্রচুর প্রচার পেয়েছি। আমাদের আসামের মুখ্যমন্ত্রী বা বিহারের মুখ্যমন্ত্রীর শংসাপত্রের দরকার নেই।”