রাষ্ট্রপতিকে অপমান প্রধানমন্ত্রী মোদীর! বিস্ফোরক অভিযোগ আনল কংগ্রেস

কংগ্রেস অভিযোগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে অপমান করেছেন। একাধিক ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির মানসিকতা নারী বিরোধী এবং দলিত বিরোধী বলে কংগ্রেস অভিযোগ করে।

author-image
Tamalika Chakraborty
New Update
president and pm .jpg

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবানী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  কংগ্রেস কটাক্ষ করে লেখেন, "মহামান্য দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী মোদী বসে আছেন। ফের একবার ইচ্ছাকৃতভাবে আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে অপমান করলেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রথম নয় - যখন নতুন সংসদের উদ্বোধন করা হয়েছিল, তখন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাম মন্দিরের প্রাণ প্রতিস্থা অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে দেখা যায়নি। এই ঘটনাগুলি দেখায় যে প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির মানসিকতা নারী বিরোধী এবং দলিত বিরোধী।"

narendra modi awd1.jpg

 

 tamacha4.jpeg