সামনে এল কঙ্গনা রানাউতের ষড়যন্ত্র! জানলে চমকে উঠবেন আপনিও

কংগ্রেস নেত্রী বলেন, কৃষি আইন নিয়ে কঙ্গনা রানাউত যে মন্তব্য করেছেন, তা আসলে বিজেপির একটি ষড়যন্ত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
kangana hj

নিজস্ব সংবাদদাতা: তিনটি কৃষি আইন সম্পর্কে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের বিবৃতিতে প্রসঙ্গে কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, "কঙ্গনা বিজেপির একজন ছোট নেত্রী নন। তিনি ২৪০ জন নির্বাচিত সাংসদের একজন। যখন তিনি বলেন যে এই তিনটি  কৃষি আইন  ফিরিয়ে আনা উচিৎ।  এটা কাকতালীয় হতে পারে না, এটা একটা পরীক্ষা। বিজেপির এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা উচিত।"

supriya srinate

কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের মাণ্ডিতে নিজের লোকসভা কেন্দ্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হতে পারে আমার কথায় অনেক বিতর্ক হবে। তবে আমার মনে হয়, তিনটি কৃষি আইন কেন্দ্র সরকারের ফেরত আনা উচিৎ। কৃষকদের নিজেদের স্বার্থে এই অনুরোধ কেন্দ্রের কাছে করা উচিৎ। যদিও বিজেপির নেতা গৌরভ ভাটিয়া একটি বিবৃতিতে জানিয়েছেন, কঙ্গনা রানাউতের মন্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত। বিজেপির মুখপাত্র তিনি নন। তাই এই মন্তব্য বিজেপির নয়। কঙ্গনা রানাউত কৃষকদের অবস্থান বিক্ষোভের সময় একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। 

 tamacha4.jpeg