নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "তিনি (অরবিন্দ কেজরিওয়াল) কি জানেন না তাঁর প্রার্থীরা কী করছেন? মদের টেন্ডার বরাদ্দ করে তিনি যে অর্থ উপার্জন করেছেন তা কোথায়? পাঞ্জাব থেকে কী কী জিনিস আসছে? দিল্লির জনগণের এটা জানা দরকার। " কেন্দ্রীয় এইচএম অমিত শাহ বিজেপির 'সংকল্প পত্র' চালু করার বিষয়ে, তিনি বলেছেন, "তারা যতই সংকল্প পত্র প্রকাশ করুক না কেন, তারা কিছুই করে না। এটি 'জুমলা পত্র', 'সংকল্প পত্র' নয়।"