নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস শনিবার দেশের সকল রাজ্যে ২৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত 'সংবিধান বাঁচাও' (সংবিধান বাঁচাও) সমাবেশের ঘোষণা দিয়েছে।
এই পদক্ষেপের লক্ষ্য "সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায়বিচারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া"। "আজ, কংগ্রেস সভাপতি শ্রী খাড়গে সমস্ত এআইসিসি সাধারণ সম্পাদক, ইনচার্জ এবং আমাদের সম্মুখ সংগঠনের সভাপতিদের সাথে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে আহমেদাবাদে গৃহীত প্রস্তাব, ন্যায়বিচারের পথ: সংকল্প, নিবেদন, সংগ্রাম নিয়ে আলোচনা হয়েছে," কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সমাবেশের সময়সূচি জানাতে গিয়ে বলেন।
/anm-bengali/media/media_files/MCxBmKbEBu38VGD7Sv3R.jpg)