রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় আসবেন না কংগ্রেস ও সিপিআই(এম) নেতারা! কারণ বললেন মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভি মুরালীধরন বলেছেন, কেরলে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেরলে কংগ্রেসের নেতারা জানিয়েছেন, তাঁরা আসবেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp leader edit .jpg

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভি মুরালীধরন বলেছেন, "অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন আমন্ত্রণ পেয়েছে কংগ্রেস। তবে আমরা জানি না কংগ্রেসের অবস্থান কী। তবে কেরালায় কংগ্রেস নেতারা দাবি করেছেন, তাঁরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না।  সিপিআই(এম) বলেছে, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো হয়েছে।  আমি সিপিআই(এম) নেতাদের জিজ্ঞাসা করতে চাই, তাঁরা যদি এমন মনে করেন, সেক্ষেত্রে তাদের প্রথমে দেবস্বম বিভাগ বাতিল করা উচিত।  সিপিআই(এম) নেতাদের  সবরীমালা মন্দিরে যাওয়া উচিৎ নয়।"