নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার বলেছেন, "যখনই আমরা ইভিএম, ভিভিপিএটি পরীক্ষা করার কথা বলি তারা (ইসিআই) সর্বদা মকপোল করার কথা বলে। তারা আমাদের এটি ১০০% পরীক্ষা করতে দেয় না। নির্বাচন স্বচ্ছভাবে হয়েছে। যদি ইভিএমে কোনো সমস্যা না হয় তাহলে মারকাদওয়াড়ি গ্রামে পুনঃভোট করতে সমস্যা কী, যদি পুরো গ্রামই এমন দাবি করে? মারকাদওয়াড়ি গ্রামে আবার নির্বাচন করার দাবি করা হলে মানা হচ্ছে না কেন। "
/anm-bengali/media/media_files/jwI5cZ2Lrn20t4JS4C4D.jpg)