নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ু রাজ্যে কংগ্রেস সভাপতি হিসাবে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন কে সেলভাপেরুন্থগাই। তিনি এবার ডিএমকে-এর সঙ্গে জোটের বিষয়ে স্থির মন্তব্য দিলেন। কে সেলভাপেরুন্থগাই বলেছেন, "আমরা একসাথে কাজ করব। আমরা ইতিমধ্যেই (আসন ভাগাভাগি নিয়ে) আলোচনা শুরু করেছি। ডিএমকে এবং কংগ্রেস দল একসঙ্গে ৩৯ টি (লোকসভা) আসনে বিশাল ব্যবধানে জিতবে"।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)