ইন্ডিয়া জোটে ‘কংগ্রেস বড় ভাই’, মনে করিয়ে দিল শিবসেনা (ইউবিটি)

'সবাইকে একসাথে নেওয়ার দায়িত্ব সিনিয়র পার্টনারের'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india allianceee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচনের ফলাফল এবং ইন্ডিয়া জোট সম্পর্কে, শিবসেনা ইউবিটি সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “আমরা সকলেই ইন্ডিয়া জোটের অংশীদার, কংগ্রেস আমাদের সিনিয়র পার্টনার এবং রাহুল গান্ধী আমাদের নেতা। সবাইকে একসাথে নেওয়ার দায়িত্ব সিনিয়র পার্টনারের। এটি AAP-এরও দায়িত্ব ছিল। একটি আলোচনা হওয়া উচিত ছিল। আলোচনা হলে হয়তো ফলাফল ভিন্ন হত। এই ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি উভয়েই দায়ী নয়। জোটের রাজনীতিতে কংগ্রেসের বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত”।

sanjay rautty1.jpg