নিজস্ব সংবাদদাতাঃ আজ জাতীয় ভোটার দিবস (National Voters Day)। আর এই বিশেষ দিনে এবার জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন ইন্ডিয়া জোটের নেতারা। নির্বাচনে ভিভিপ্যাটের আরও বেশি ব্যবহারের দাবিতে ভারতীয় ব্লকের নেতাদের সাথে দেখা করতে অস্বীকার করার জন্য বৃহস্পতিবার কংগ্রেস জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনের সমালোচনা করেছে। সেইসঙ্গে এই ঘটনাকে গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করা "অবিচার" বলে অভিহিত করেছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘জাতীয় ভোটার দিবস জনগণের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা প্রয়োগের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তিকে পুনরায় নিশ্চিত করে।‘