হাইটেনশনের তার লাগানোকে কেন্দ্র করে বচসা, পুলিশের সামনেই ঠিকেদারকে হুঁশিয়ারি

এলাকার মানুষ তার লাগাতে বাধা দেয় ঠিকেদার সংস্থাকে।

author-image
Adrita
New Update
ি

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ হাইটেনশনে পুরনো তার লাগানো হচ্ছে, এই অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ঠিকেদার কে ঘিরে বিক্ষোভে উত্তাল হল দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ডের পলাশডিহা অঞ্চল। শনিবার সকালে এলাকার একটি হাই টেনশন লাইনের তার লাগাতে আসেন বিদ্যুৎ পর্ষদের ঠিকেদার। সে সময় এলাকাবাসীরা লক্ষ্য করেন যে পুরোনো তার ব্যবহার করছে এই ঠিকেদার।

এলাকার মানুষ তার লাগাতে বাধা দেয় ওই ঠিকেদার সংস্থাকে। ঠিকেদারের সাথে বচসা শুরু হয় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ। পুলিশের সামনেই ওই ঠিকেদারকে রীতিমত হুঁশিয়ারি দিতে দেখা যায় স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, পুরোনো জোড়াতাপ্পি লাগানো তার লাগালে দুর্ঘটনা ঘটবে, তাই তারা এই তার লাগাতে দেবেন না। অন্যদিকে ঠিকেদার জানান যে তাকে এই তারই সরবরাহ করেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাবাসীদের বাধার মুখে পড়ে এদিনের মতন কাজ বন্ধ করতে বাধ্য হন ঠিকেদার।

স

স্ব

স