BREAKING: নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকা তোলার অভিযোগ! প্রয়াত সেই তৃণমূল বিধায়ক
ধুলোর চাদরে ঢাকা উত্তর ভারত, বর্ষার আগে বিপজ্জনক লক্ষণ, সতর্কতা জারি!
জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ‘তিরঙ্গা মিছিল’, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে উদযাপন
গোয়ালডাঙা স্কুলে শিক্ষার নতুন দিগন্ত, উদ্বোধন করলেন জুন মালিয়া
আয়করে বড় ছাড়, মধ্যবিত্তের জন্য সুখবর জুলাই ২০২৫ থেকে
টানা পাঁচ দিনের অরেঞ্জ অ্যালার্ট, শিলা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, বিস্তারিত জানুন
দিল্লিতে হন্ডুরাসের দূতাবাস, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মোড়
Breaking : সকাল সকাল বেরিয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়— কেনো?
ভারতের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ! সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খুলল পাকিস্তান

শ্রীলঙ্কার নাগরিকের মঙ্গলসূত্র খুলে নেওয়ার অভিযোগ, তীব্র সমালোচনা হাইকোর্টের

নববিবাহিতার স্বর্ণালংকার পরে থাকা স্বাভাবিক। শ্রীলংকার নাগরিকের মঙ্গলসূত্র খুলে নেওয়ার তীব্র সমালোচনা করে অভিমত মাদ্রাজ হাইকোর্টের।তিনি হিন্দু ধর্মীয় বিশ্বাসকে উড়িয়ে দিয়েছেন। সম্ভবত ওই অফিসারের কোন অসৎ উদ্দেশ্য ছিল।

author-image
Jaita Chowdhury
New Update
Mangalsutra-thaali

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নববিবাহিতার স্বর্ণালংকার পরে থাকা স্বাভাবিক। শ্রীলংকার নাগরিকের মঙ্গলসূত্র খুলে নেওয়ার তীব্র সমালোচনা করে অভিমত মাদ্রাজ হাইকোর্টের।

 

প্রিন্সিপাল কমিশনার অফ কাস্টমসের অফিসার দ্বারা শ্রীলংকার নাগরিকের মাঙ্গল্য থালি কোডি বা নেকলেস খুলে নেওয়াটা ২০১৬ সালের ব্যাগেজ রুলের পরিপন্থী। এমন পদক্ষেপ করার আগে দেশের প্রতিটি ধর্মীয় আচার-আচরণ সম্পর্কে এই অফিসারদের সচেতন থাকা দরকার। কিন্তু ওই অফিসার যা করেছেন, তা সহ্যাতীত।

 

সাধারণত এই থালি কোডি ১৬ ভরি পর্যন্ত হয়। তাই অভিযোগকারিণীর ১১ ভরির থালিকোডি পরে থাকাটা অত্যন্ত স্বাভাবিক। বিশেষত নববিবাহিতার ক্ষেত্রে এটা স্বাভাবিক আচরণ। সার্চ করার সময় এই অফিসারদের দেশের প্রতিটি ধর্মীয় আচার-আচরণকে সম্মান করা শিখতে হবে। কিন্তু ওই অফিসার গহনাটির গুরুত্ব বোঝার চেষ্টাই করেননি। তিনি হিন্দু ধর্মীয় বিশ্বাসকে উড়িয়ে দিয়েছেন। সম্ভবত ওই অফিসারের কোন অসৎ উদ্দেশ্য ছিল। তাই তামিলনাড়ু এবং পুদুচেরির প্রিন্সিপাল চিফ কমিশনার অফ কাস্টমসকে ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ বিচারপতি কৃষ্ণন রামস্বামীর।