নিজস্ব সংবাদদাতা: সমকামী বিবাহ মামলা নিয়ে এবার দেশের প্রধান বিচারপতি শ্রী ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানালো সুপ্রিম কোর্ট এবং হাই কোর্ট বিচারক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসসিএইচসিএলএ)। এছাড়াও অভিযোগের বিষয়ে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং আইন মন্ত্রী কিরেন রিজিজুকে। সমকামী বিবাহ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশকে সুস্পষ্ট পক্ষপাতিত্ব বলে অভিযোগ পত্রে দাবি করা হয়েছে। সমকামী মামলার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানানো হয়েছে।