নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২০২৪ সালের আর্থিক বাজেট পেশ করার বিষয়ে, আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন এদিন বলেন, “আমরা কিছু ছাড় আশা করি, বিশেষ করে প্রত্যক্ষ করের ক্ষেত্রে। সরকার ভালভাবে পরিবেশন করুক। কারণ আরবিআই ইতিমধ্যেই ২.১১ লক্ষ কোটি টাকা প্রদান করেছে লভ্যাংশ হিসাবে। সরকার কখনোই আশা করেনি যে এটি সরকারের প্রত্যাশার দ্বিগুণ হবে। রিজার্ভ ব্যাংকের কাছ থেকে এমন পরিমাণ আশা করা হচ্ছে। তাই সমাজের মধ্যবিত্ত অংশকে কিছু ছাড় ও সুযোগ-সুবিধা প্রদান করার এটাই সেরা সুযোগ”।