আপের আক্রমণাত্মক মন্তব্যের জের, কমিশন করল সতর্ক

দিল্লি নির্বাচনে কমিশনের ভাবমূর্তি নষ্ট করতে আপ পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission12.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন আম আদমি পার্টির অভিযোগের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দিল্লি নির্বাচনে কমিশনের ভাবমূর্তি নষ্ট করতে আপ পরিকল্পিতভাবে চাপ সৃষ্টি করছে।

এক্স-এ একটি পোস্টে নির্বাচন কমিশন জানায়, “দিল্লি নির্বাচনে ইসিআই-কে বদনাম করার জন্য ৩ সদস্যের কমিশন সম্মিলিতভাবে বারবার ইচ্ছাকৃত চাপের কৌশল লক্ষ্য করেছে, যেন এটি একক সদস্যের সংস্থা”। কমিশন আরও জানায়, তারা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছে এবং উস্কানিমূলক অভিযোগের প্রভাবিত না হয়ে সংযম দেখাচ্ছে।

elections1.jpg

এক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাখ্যা, দিল্লি বিধানসভা নির্বাচনে ১.৫ লক্ষেরও বেশি কর্মকর্তা রাজনৈতিক দল ও প্রার্থীদের উত্থাপিত বিষয়গুলোর তদন্ত ও সমাধান করেছেন। নির্বাচন পরিচালনার আইনি কাঠামো, কঠোর নিয়ম ও SOP মেনে কাজ করা হচ্ছে, যাতে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। তাই তাঁদের বিরুদ্ধে এহেন মন্তব্য তারা কখনই ভাল ভাবে নেবেন না। 

এই অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে আপ এবং বিজেপির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ভোটের ফলাফলের ওপর কতটা প্রভাব ফেলবে, এখন তাই দেখার বিষয়।

Kejriwal