নিজস্ব সংবাদদাতাঃ সেপ্টেম্বর মাসের শুরুতে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। গতমাসের পর এবারও বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। প্রতি মাসেই ১ তারিখ রান্নার গ্যাসের নয়া দাম প্রকাশ করা হয়। কখনও দাম বাড়ে আবার কখনও কমে। জানা গিয়েছে, রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে সেপ্টেম্বরেও। সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা। তবে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সিলিন্ডার প্রতি ৩৯ টাকা।
জানা গিয়েছে, তেল বিপণন সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে বর্ধিত দামে মিলবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রির দাম আজ থেকে ১,৬৯১.৫০ টাকা।