রাজনৈতিক এজেন্ট হয়ে কমেডি করা যায়না ! কুনাল কামরা প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মিলিন্দ দেওরা

তিনি বলেন, ''এর আগে নরেন্দ্র মোদিকেও তার সাধারণ জীবনযাপনের জন্য উপহাস করা হয়েছিল, অথচ আজ তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়েছেন।

author-image
Debjit Biswas
New Update
v

নিজস্ব সংবাদদাতা : কৌতুকশিল্পী কুনাল কামরা প্রসঙ্গে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন শিব সেনা সাংসদ মিলিং দেওরা। তিনি বলেন, "কমেডি সমাজের এক অপরিহার্য অংশ। বালাসাহেব ঠাকরে নিজেও একজন কার্টুনিস্ট ছিলেন এবং তিনি রসিকতার গুরুত্ব বুঝতেন। কিন্তু একজন শ্রেণিবাদী, অভিজাত শ্রেণীর মানুষ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট হয়ে, অন্য একটি নির্দিষ্ট দলকে কটাক্ষ করা, কখনও কমেডি হতে পারে না।"

shivsena mp milind .jpg

এছাড়াও তিনি বলেন, "এই অভিজাত শ্রেণির মানুষদের মহারাষ্ট্রের জনগণ এর আগেও প্রত্যাখ্যান করেছে, আজও করছে। মহারাষ্ট্র ও ভারতের মানুষ খুব ভালো করেই জানে কারা কার হয়ে কাজ করছে এবং কেন করছে।"