নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশ আজ রঙের সমুদ্রে ভাসমান। এমনিতে হোলিতে বিশাল আয়োজন হয় যোগী রাজ্যে। আর এবছরটা এমনিতেই আলাদা। রামলালা নিজের আসনে ফিরেছেন। তাই এবার উচ্ছ্বাসার পরিমাণ যেন দ্বিগুণ।
/anm-bengali/media/media_files/DYLLZSuOv7tXTio32nLE.jpg)
প্রয়াগরাজে ধরা পড়ল সেই চিত্র। সেখানে দেখা গেল মানুষজন জলের রঙ এবং গুলাল দিয়ে হোলি উদযাপন করছেন। একই সাথে ছাদ থেকে ছোড়া হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। সব মিলে যেন মহা সমারোহ হোলিকে ঘিরে।
/anm-bengali/media/media_files/APs39Jb0mUdRRirz2XuY.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)