শীতের ঝোড়ো দাপট চলছে উত্তর ভারত জুড়ে, ঘন কুয়াশায় ঢাকা পড়ল রাজধানী

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cold weather.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বুধবার তীব্র শৈত্যপ্রবাহের সাক্ষী থাকল পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং উত্তর প্রদেশের কিছু অংশ সহ উত্তর ভারতীয় রাজ্যগুলি। প্রবল ঠান্ডা আঁকড়ে ধরল উত্তর ভারতের বাসিন্দাদের। অনেক বেলাতেও দেখা গেল কনকনে ঠান্ডার স্পেল। তবে শ্রীনগর এবং সিমলার মতো জনপ্রিয় স্নো স্পটগুলিতে এবছর “হোয়াইট ক্রিসমাস” এর আকর্ষণ মিস করল পর্যটকেরা। জাঁকিয়ে ঠান্ডা পড়লেও, কোথাও এবার বড়দিনে হল না তুষারপাত। 

বুধবারের পর আজও জাঁকিয়ে ঠান্ডা রয়েছে রাজধানী সহ গোটা উত্তর ভারত জুড়ে। তার সাথেই উপড়ি পাওনা রয়েছে ঘন কুয়াশার। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সকাল থেকেই দৃশ্যমান্যতা অত্যন্ত কম।

cold fog.jpg

আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি স্টেশন, অক্ষরধাম, ইন্ডিয়া গেট সহ বিস্তৃর্ণ এলাকাতেই দেখা যাচ্ছে এই দৃশ্যমান্যতার অভাব। সকল যানবাহন যাতায়াত করছে ধীর গতিতে।

winter purulia.jpg

এখন আগামী কয়েকদিন এই ঘন কুয়াশার আস্তরণ থাকবে বলেই জানাচ্ছে আইএমডি।