কাঁটাতার পেরিয়ে অনেকের ঢুকে পড়ার আশঙ্কা, বড় মন্তব্য সেনা প্রধানের

সীমান্ত নিয়ে বড় মন্তব্য সেনা প্রধানের। চমকে গেল দেশ।

author-image
SWETA MITRA
New Update
manoj pande.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারত-মায়ানমার সীমান্তের পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় সেনা প্রধান। আজ সিওএএস জেনারেল মনোজ পান্ডে (Manoj Pande) বলেছেন, "ভারত-মায়ানমার সীমান্তের পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে মিয়ানমার সেনাবাহিনী এবং জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিডিএফ-এর কার্যক্রম সম্পর্কে অবগত আছেন সকলেই। যার ফলস্বরূপ মায়ানমারের সেনাবাহিনীর কিছু সদস্য আজ পর্যন্ত প্রায় ৪১৬ জন তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও, ভুটানের কিছু বেসামরিক নাগরিক মিজোরাম এবং মণিপুরে আশ্রয় নিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হল, ভারত-মায়ানমার সীমান্তের ওপারের পরিস্থিতির কারণে আমাদের কাছে কিছু বিদ্রোহী গোষ্ঠীও রয়েছে যারা চাপ অনুভব করছে এবং যারা এখন মণিপুর রাজ্যে আমাদের সীমান্তে আসার চেষ্টা করেছে। মণিপুরের পরিস্থিতির সঙ্গে এটি এমন কিছু যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারত-মায়ানমার সীমান্তে আমাদের প্রায় ২০টি আসাম রাইফেল ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। সীমান্তে আমাদের বেড়া আরও জোরদার করার কথাও বলা হচ্ছে।"