মালদ্বীপ অতীত! এবার আন্তর্জাতিক গন্তব্য অযোধ্যা ও লাক্ষাদ্বীপ?

মালদ্বীপ সরকার তার তিন মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা শরিফ এবং মাহজুম মজিদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi ayodhyass.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ বড় ধরনের সমস্যায় পড়েছে। মালদ্বীপের নেতাদের ভারত সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য জনগণ মালদ্বীপকে বয়কট করতে শুরু করেছে। বাতিল করে দেওয়া হয়েছে একের পর এক ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং। এরই মাঝে এবার বড় বার্তা দিলেন EaseMyTrip-এর সহ-প্রতিষ্ঠাতা প্রশান্ত পিটি। তিনি বলেন, "আমাদের কোম্পানি সম্পূর্ণ রূপে দেশীয় এবং ভারতে তৈরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের সাংসদের পদ নিয়ে বিতর্কের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মালদ্বীপের জন্য কোনও বুকিং গ্রহণ করব না। আমরা চাই অযোধ্যা ও লাক্ষাদ্বীপ আন্তর্জাতিক গন্তব্য হয়ে উঠুক।“