নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতের সঙ্গে ফোনে কথা বলেছেন তার সুস্থতা জানতে। বর্তমানে দিল্লির আরএমএল হাসপাতালে মুকেশ রাজপুতের আল্ট্রাসাউন্ড চলছে। পার্লামেন্টে বিক্ষোভ চলাকালীন ধস্তাধস্তিতে আহত হন মুকেশ রাজপুত। তাঁর সহকর্মী ও বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি মাথায় আঘাত পেয়েছেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে বিক্ষোভের সময় আহত বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুতের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, দুই সাংসদের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী মোদী।