নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের অচলপুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করলেন আগের সরকারকে কটাক্ষ।
তিনি বলেছেন, "যদি আমরা বিভক্ত হই, তাহলে গণপতি পূজায় হামলা হবে, ল্যান্ড জিহাদের অধীনে জমি দখল করা হবে, কন্যাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে... আজকে উত্তর প্রদেশে কোনও লাভ জিহাদ বা ল্যান্ড জিহাদ নেই যে কেউ যদি আমাদের মেয়েদের নিরাপত্তায় বাধা দেয়, সরকারী ও গরীবদের জমি দখল করে, তাহলে যমরাজ তাদের টিকিট কাটতে প্রস্তুত...উত্তর প্রদেশে মাফিয়া ছিল এবং আগের সরকার তাদের রক্ষা করত...কিন্তু এখন তারা সবাই জাহান্নুমের পথে"।